বাংলাদেশের অন্যতম বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।পুরান ঢাকার বুকে মাথা উচিয়ে শিক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।সারা দেশের মতো শেরপুর জেলা থেকেও অনেক শিক্ষার্থী জবিতে অধ্যয়ন করে থাকে।
জবি থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন স্থানে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছে জবিয়ানরা।অন্যন্য জেলা হতে শেরপুর জেলায় চাকরিরত জবিয়ান ও শেরপুর জেলার জবিয়ানদের নিয়ে যাত্রা শুরু করে শেরপুর জেলা জবিয়ান ফোরাম সংগঠনি।
এই জবিয়ান ফোরামে সাবেক জবিয়ান সহ বর্তমান শেরপুর জেলার জবিয়ানরা এতে অংশগ্রহণ করে।জবিয়ানের পাশে জবিয়ান এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে এই সংগঠন।
এই সংগঠনের কাজ শেরপুর জেলার যে কোন জবিয়ানের পাশে দাড়ানো এবং তাদের নানান সময়ে দিকনির্দেশনা প্রদান করে তাদের যে কোন সমস্যায় পাশে থাকাই এই সংগঠনের মূল লক্ষ্য।
শেরপুর জেলা জবিয়ান ফোরামের আহবায়ক মো: জসিম উদ্দিন বলেন,আমরা এই সংগঠন নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই।যে কোন সমস্যায় আমরা জবিয়ানরা জবিয়ানদের পাশে থাকব।