শেরপুর জেলা কুড়া ব্যবসায়ী সমিতির বনভোজন ও পরিচিতি সভা ৩ মার্চ শনিবার জেলার মধুটিলা ইকোপার্কে অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১৮-২০২০ দুই বছর মেয়াদী নির্বাচিত কুড়া ব্যবসায়ীদের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা জেলার অন্যতম বিনোদন কেন্দ্র মধুটিলায় অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তথ্য উপদেষ্টা শরিফুর রহমান, কার্যকরী সভাপতি উজ্জলুর রহমান, সাধারণ সম্পাদক সোহাগ তালুকদার প্রমুখ।
পরে স্থানীয় রুপান্তর শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সমিতির অন্যান্য সদস্য ছাড়াও পার্কে বেড়াতে আসা শতশত ভ্রমনপিয়াসীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।