শেরপুর জেলার প্রথম উপজেলা হিসেবে নকলা উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে ।আজ বেলা ১ টার দিকে উপজেলার চোধুরী ছবরুন নেছা মহিলা কলেজ মিলনায়তনে এ ঘোষণা দেয়া হয়।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নকলা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার তালুকদার ,নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে স্কুল কেবিনেটের পক্ষে বক্তব্য রাখেন নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র সাবিদুর রহমান সেজান, নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী মরিয়ম হাফছা হেপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলার নিকাহ রেজিষ্টারদের পক্ষে বেলায়েত হোসেন , নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, ৪ং গৌরদ্বার ইউপি চেয়ারম্যান শওকত আলী প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিমুক্ত সমাজ গঠনে তৃণমূলের প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে ।সেই সাথে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহবান জানান।