শেরপুর জেলার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আর্তনাদ ও সংগ্রাম নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন । এ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর উপজেলার গণইভরুয়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। ওইসময় পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি-মমিনুল ইসলাম, আর্তনাদ’র সাধারণ সম্পাদক এমদাদুল হক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও শুভংকর সাহা, সাংগঠনিক সম্পাদক মাহনোর রোশান মাহিম,দপ্তর সম্পাদক আশরাফুল জাহান জরিপ ও সংগ্রামের সভাপতি ফয়সাল শাহরিয়ার।
জন্মদিন উপলক্ষে ৫০ জন ছোট্টমণি শিক্ষার্থীদের মাঝে একটি করে খাতা, কলম ও কেক বিতরণ করা হয়। ওইসময় তাদের মাঝে শেরপুর জেলার তাৎপর্য তুলে ধরা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।