শেরপুরের বন্যা কবলিত এলাকার পানিবন্দি প্রায় পাঁচ শতাধিক মানুষকে ত্রানসামগ্রী দিয়েছে শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার (২৪ জুলাই) দুপুরে শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ত্রান বিতরণ করে চেম্বারের পরিচালকরা।
এসময় শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত, পরিচালক বশিরুল ইসলাম সেলু, অজয় কুমার চক্রবর্তী জয়, রাজন সরকার, বাবন সাহা, লায়েছুর রহমান দারা, রফিক, মিঠু, সহ-সভাপতি আরিফ হোসেন, সচিব হারুন উর রশিদ, সহকারি সচিব তন্ময় বনিক, ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচন পরিচালনার কমিটি সদস্য সচিব শামীম হোসেনসহ শেরপুর ও কামারেরচর এলাকার প্রবীন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো শুকনো চিড়া, মুড়ি, গুড়, প্যারাসিটামল ট্যাবলেট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় উপকরণ।
ত্রানসামগ্রী বিতরণকালে শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত বলেন, যেকোন দুর্যোগকালীন সময়ে শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানুষের পাশে আছে। পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি হজে¦ থাকা চেম্বারের সভাপতি আসাদুজ্জামান রওশনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।