শেরপুরে নতুন করে আরও ৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৭৭ জন। এদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়েছেন। আর দুইজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে নকলায় আটজন ও শ্রীবরদী উপজেলায় একজন রয়েছেন। শনাক্তরা সবাই সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তিনি আরো জানান, রোববার পর্যন্ত জেলায় শনাক্ত ১৭৭ জন। এরমধ্যে শেরপুর সদরে ৭৬, নকলায় ৩৯, নালিতাবাড়ীতে ২৬, ঝিনাইগাতীতে ২২ ও শ্রীবরদী উপজেলায় ১৪ জন রয়েছেন।