শেরপুরে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝড়ে পড়ারোধে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় এনজিও সংস্থা আশা শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে।
আশা কেন্দ্রীয় কার্যালয়ের যুগ্ম সহকারি পরিচালক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার নূর আলম মির্ধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্রাম হোসেনসহ অনেকে। এসময় জেলার সকল শিক্ষা সেবিকা ও সুপারভাইজাররা অংশ নেয়।
বক্তারা বলেন, আশা-সংস্থা কর্তৃক গৃহিত ও চলমান কর্মসূচী যথাযথভাবে করতে পারলে সুবিধা বঞ্চিত ও ঝড়েপড়া শিশুরা শিক্ষায় এগিয়ে যেতে পারবে এবং সরকারের কাংক্ষিত উন্নয়ন সম্ভব হবে। ঝড়ে পড়া শিশুদের শিক্ষার ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের পাশিপাশি বেসরকারী সংস্থাও বিশেষ ভূমিকা পালন করছে।