শেরপুরে ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
১৯ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকা থেকে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের শেরপুরের পরিদর্শক নয়ন কুমার রায় ঢাকা মেইলকে জানান, সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার সাবেদ আলীর পরিত্যক্ত চাঁতাল থেকে ওইসব পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সালাদ্দিন বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ জানান, নিষিদ্ধ পলিথিনগুলোর মালিক আরসাদ আলী (৪১) ও আরও অজ্ঞাত দুইজনকে বা আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়। নিষিদ্ধ পলিথিন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।