শেরপুরে ২শ পিস ইয়াবাসহ আশরাফ আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । গ্রেফতারকৃত ওই ব্যক্তি কুড়িগ্রাম থানার রৌমারী এলাকার চকলা গ্রামের মৃত বয়েজউদ্দিনের ছেলে।
পুলিশ জানান, আজ শনিবার সকালে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই হাসিবুল হাসান হাসিব ও এস আই সালামত সঙ্গীয় ফোর্স শেরপুরের শ্রীর্বদী উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে মাদক ব্যবসায়ী আশরাফ আলীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নওজেশ আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।