শেরপুর শহরের নবীনগর এলাকার একটি চাতাল থেকে আজ শুক্রবার ভোরে পরিত্যাক্ত অবস্থায় অতি দরিদ্রদের ১০টাকা কেজি দরের এক ট্রলি চাল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন থেকে ভিজিএফ চাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বৃষ্টি থাকায় ৩০ কেজি ওজনের কত বস্তা চাল ওই ট্রলিতে রয়েছে পুলিশ তা এখনও গণনা করেনি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এব্যপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম শেরপুর টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতি দরিদ্রদের এই চালগুলো জব্দ করা হয়েছে। বিষয়টির তদন্ত অব্যাহ আছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।