শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ সোলাইমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে শেরপুর পৌরসভার চাপাতলী মহল্লার হিরো মিয়ার ছেলে। রবিবার (১২ জানুয়ারী ) দুপুরে আটক মাদক ব্যবসায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারী ) রাতে ডিবির উপ- পরিদর্শক হাসিবুল হাসান ও ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ৪ গ্রাম হেরোইন সহ সোলেইমানকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে ডিবির ওসি মো: মোখলেছুর রহমান বলেন, আটক মাদক ব্যবসায়ীর নামে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।