‘আমরাও মানুষ…..’-এমন শ্লোগানে ‘কনসার্ট ফর থার্ড জেন্ডার’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে শেরপুরের হিজড়া জনগোষ্টির সদস্যরা। সদর উপজেলার আন্ধারিয়া-সুতিরপাড় তৃতীয় লিঙ্গ গুচ্ছগ্রাম চত্বরে ১৩ মে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
হিজড়া নিশি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে হিজড়া জনগোষ্ঠির সদস্যরা নাচ-গানে অংশগ্রহণ করেন। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি ও শেরপুর জেলা যুব হিজড়া সাংস্কৃতিক দলের এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি ও শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে জনউদ্যোগ আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, নাট্যনির্মাতা শিব শংকর কারুয়া, কবি-লেখক জ্যোতি পোদ্দার, নারী উদ্যোক্তা আইরীন পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, সুযোগ পেলে হিজড়ারাও যে নিজেদের যোগ্যতা, দক্ষতার স্বাক্ষর রাখতে পারে, এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সে বিষয়টিই প্রকাশ পেয়েছে। উপস্থিত সকলকে হিজড়াদের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বক্তারা আহবান জানান।
অনুষ্ঠানে হিজড়াদের পক্ষ থেকে খুনুয়া চরপাড়া গ্রামের দূর্বৃত্তদের হাতে নিহত ইজিবাইক পালক উজ্জল হোসেনের অসহায় স্ত্রীর হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।