শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি হত্যায় বনবিভাগের দায়ের করা প্রথম মামলায় মালাকুচা এলাকার দুই আমেজ উদ্দিন ও মো. শাহজালালকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
গত বছরের ৯নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় জিআই তারে বিদ্যুত সংযোগ দিয়ে একটি হাতি হত্যার পর জেলায় প্রথমবারের মতো বনবিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে গত ১১ নভেম্বর এ মামলাটি দায়ের করেছিলো।
মামলায় পলাতক দুই আসামী মালাকুচা এলাকার সহোদর আমেজ উদ্দিন ও শাহজালাল আজ বিকেলে শেরপুরের বন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম মুঠোফোনে এ জেল হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।