You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য ও ঈদ বস্ত্র বিতরণ

শেরপুরে এ বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাহায্য ও ঈদ বস্ত্র করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার দুপুরের শহরের ঢাকহাটী এলাকায় জে এন্ড এস গ্রুপের সহযোগিতায় হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে এ সাহায্য দেওয়া হয়।

হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জে এন্ড এস গ্রুপের কর্নধার সাদুজ্জামান সাদী , সামাজিক সংগঠন ডপস্ এর পরিচালক শাহিন মিয়া, সাংবাদিক রফিক মজিদ, আবদুল মান্নান সোহেল, মনিরুল ইসলাম রিপন, সানী ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত আলোচনা জে এন্ড এস গ্রুপের পক্ষ থেকে শেষে এ বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত হতদরিদ্র মেধাবী বারো জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!