শেরপুরে বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রমের অংশ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় গেল শনিবার সদর উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় শেরপুর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, শেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হাসান, বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহানুর রোশান মাহিন, শহর ছাত্রদলের ১ম সদস্য শাকিল, কামারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: কাদির সিদ্দিক, সাধারণ সম্পাদক রাজিব, যুগ্ম সম্পাদক সজিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল গত কয়েকদিন ধরে বন্যার্তদের পাশে আছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি আমরা সরবরাহ করছি। আমরা বন্যার্তদের পাশে থাকবো।