শেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম মাসুদ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রূপন, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম গোল্ডেন, মনোয়ার হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।