শেরপুর সদর উপজেলার হরিণধরা গ্রামের বাসিন্দা মোতালেব মিয়ার কন্যা স্কুলছাত্রী মৌসুমী আক্তারের (১০) সন্ধান চায় তার পরিবার। মৌসুমী গত ২ আগস্ট (শনিবার) বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।
এ ঘটনায় গত ১১ আগস্ট শেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের ১২দিন পার হয়ে গেলেও মৌসুমীর কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ব্যাকুল হয়ে পড়েছে।
নিখোঁজ মৌসুমীর পিতা মোতালেব মিয়া জানান, হরিণধরা শ্রাবণী কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের ৩য় শ্রেণিতে পড়ালেখা করে মৌসুমী। গত ২ আগস্ট বিকেলে বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য বের হয় এরপর ১২ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো জানান, মৌসুমীর বসয় ১০ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার। হারানোর সময় তার পরণে ছিলো কালো রঙের জামা।
মৌসুমীর পিতা মোতালেব মিয়া আকুতি করে জানান, কোন সহৃদয় ব্যক্তি তার মেয়ের খোঁজ জানলে সদর থানায় অথবা ০১৭১৮- ৬৪১৬০৭, ০১৭৪৫- ৭৪৯৪৩৮ যোগাযোগ করার অনুরোধ করেন।