শেরপুর অনলাইন জার্নালিষ্ট ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এসএম জুবায়ের দিপের মা এবং বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলমের স্ত্রী হাসি বেগম (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ………….
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত রাত সোয়া বারোটার দিকে ত্রিশালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক দিপের মায়ের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, শেরপুর ইয়ূথ রিপোটার্স ক্লাবের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, শেরপুর অনলাইন জার্নালিষ্ট ফোরামের সভাপতি জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ বিবৃতির মাধ্যমে শোক বার্তা জানিয়েছেন।
এছাড়াও জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।