শেরপুরে সাংবাদিক ইউনিয়নের নয়া কমিটি গঠন করা হয়েছে। ২৮ মে শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির আত্মপ্রকাশ করা হয়। কমিটিতে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মানিক দত্তকে সভাপতি ও যমুনা টিভির ,ভোরের কাগজের জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জলকে সাধারণ সম্পাদক করে এ নয়া কমিটি গঠন করা হয়।
নয়া কমিটিতে অন্যান্যরা হলো সহ-সভাপতি মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি আবুল হাশিম, যুগ্ন সাধারণ সম্পাদক আজকের বিজনেজ বাংলাদেশের জেলা প্রতিনিধি এডভোকেট রেদোয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক এসটিভির জেলা প্রতিনিধি সোহেল রানা, প্রচার সম্পাদক এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এডভোকেট রৌশন কবির আলমগীর, দপ্তর সম্পাদক গাজী টিভির জেলা প্রতিনিধি এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, জনজল্যাণ সম্পাদক দৈনিক লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ, কার্যকরী সদস্যদের মধ্যে একুশে টিভি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শরিফুর রহমান, দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট রফিকুল ইসলাম আধার, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম বাবুল, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এম এ হাকাম হিরা, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বাংলার নেত্র ও কালের ডাক পত্রিকার প্রতিনিধি মলয় মোহন বল, দি প্রেজেন্ট টাইম পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট সুব্রত দে ভানু, দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুর রহমান, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলা, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মারুফুর রহমান ফকির, দৈনিক দিনের শেষে পত্রিকার জেলা প্রতিনিধি কাজী মাসুম, দৈনিক দেশকন্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি আল-আমীন আলিম, ৭১বাংলা টিভির জেলা প্রতিনিধি সুলতান হোসাইন, দৈনিক স্বদেশ সংবাদের জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, দৈনিক ইনফো বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগী আক্তার।
উল্লেখ্য- প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মহান মুক্তিযোদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শ বুকে ধারন করে দেশ ও দশের কল্যানে সঠিক নিরপেক্ষ খবর প্রকাশের লক্ষে সারা দেশের ন্যায় শেরপুর জেলায় গঠিত হলো শেরপুর জেলা সাংবাদিক ইউনিয়ন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ এর সাথে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের সহিত আলোচনা করে শেরপুর জেলা সাংবাদিক ইউনিয়ন গঠন করা হয়েছে।