‘শিশুর স্বার্থ সবার আগে’-শ্লোগানে শেরপুরে শিশু বিষয়ক সংবাদবোধ এবং খবরের নীতি-নৈতিকতা বিষয়ক এক অবহিতকরণ মতবিনিময় সভা হয়েছে। তথ্য কমিশন ও ইউনিসেফ-এর সহায়তায় সাংবাদিক ম্যানেজমেন্ট রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ২৬ জুলাই বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করে।
এতে সংবাদ প্রকাশ ও প্রচারে শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনা, সম্ভাব্য ক্ষতি যথাসম্ভব কমানো, সুরক্ষামুলক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে আলোকপাত করা হয়। একইসাথে সংবাদবোধের প্রসার এবং শিশু নিয়ে ও শিশুর জন্য প্রকাশিত সংবাদের নৈতিক মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিমুলক কর্মকান্ডের মাধ্যমে কিশোর-কিশোরীর সংবাদবোধ বিষয়ে ধারণা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ.টি.এম জিয়াউল ইসলাম এতে প্রধান অতিথি এবং জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।
এতে জেলা সদরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেনী পড়ুয়া ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।