ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শেরপুরের পাঁচ উপজেলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে বিভিন্ন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
সকাল ১১ টায় জেলা শহরের গৃদ্দানারায়নপুরের ইসক মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর জেলা শাখাও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলে রঘুনাথবাড়ী কালি মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
এদিন সনাতন ধর্মালম্বী নারী-পুরুষরা উপবাসব্রত পালন, মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনার আয়োজন করা হয় ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।