শেরপুরের নালিতাবাড়ীর উত্তর কোন নগরে যৌতুক না পেয়ে নববধূ শাহিনুর বেগম (১৮) কে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে । এদিকে এঘটনার পর থেকেই পালিয়েছে ঘাতক স্বামী ওায়দুর রহমান সহ শশুড়বাড়ীর সবাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নালিতাবাড়ীর উপজেলার পূর্ব কাপাসিয়ার শাহিনুর বেগম (১৮) কে এই উপজেলার উত্তর কোন নগর গ্রামের মজিবুর রহমানের ছেলে বিবাহিত ওবায়দুর রহমান গত দুইমাস আগে অভিভাবকদের অসম্মতিতেই তারা নিজেরাই বিয়ে করে। বিয়ের পর থেকেই বাপের বাড়ী থেকে এক লক্ষ টাকা যৌতুক আনার জন্য শাহিনুরকে চাপ দিতে থাকে। টাকা আনার অসম্মতি জানানোর কারণে গতকাল ২১ জুন সন্ধ্যায় শাহিনুরকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় ঘাতক ওবায়দুর। পরে গতরাত একটার দিকে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে আজ ২২ জুন সকালে শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ঘাতক স্বামী ওবায়দুরকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।