স্বাধিনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। আজ সকালে শহরের রঘুনাথবাজারস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ,শেরপুর জেলা শাখার আয়োজনে এই দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেনের পরিচালনায় ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের তত্বাবধানে
এসময় যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.চন্দন কুমার পাল পিপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক ,যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,যুগ্ম সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম,যুগ্ম সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু সহ প্রমুখ।
এছাড়াও অন্যানের মধ্যে সাংগঠণিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,সাংগঠণিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর টাইমস ডটকমের প্রকাশক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামিম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া,সদস্য গোলাম হাসান সুজন, শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম,সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।