শেরপুরে কালের কণ্ঠ শুভ শংঘ শেরপুর জেলার উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের সজবরখিলা অাঁচড় অংকন নিকেতনে এই প্রতিযোগতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি গ্রুপে মোট ৪০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীতা শেষে বিচারকের রায়ে প্রতি গ্রুপ থেকে সেরা ৩ ছবির জন্য মোট ৯ জনকে শুভ সংঘের সনদপত্র ও ইমদাদুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি করে বই পুরস্কার দেয়া হয়।
শুভ সংঘ শেরপুর জেলা শাখার সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ও জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ।
শুভ সংঘ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এসময় আঁচড় অংকন নিকেতনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শাহীন, শিক্ষক সুমন সুহানুর, শুভ সংঘের সদস্য ও সমাজকর্মী হৃদয় আহমেদ, মিনহাজ উদ্দিন, এমদাদুল হক রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।