You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে শীতবস্ত্র বিতরণ করলো পুনাক

‘আমরা আছি তোমাদের সাথে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাকের সভানেত্রী, আইজিপিপত্নী হাবিবা জাবেদ।

জেলা পুনাকের সভানেত্রী, এসপিপত্নী আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক নেত্রী জুবাইদা বিনতে জাফর, প্রণীতা সরকার, নাসিমা আমিন, ফারহানা কবির, তৌহিদা ইসলাম, কানিজ ফাতেমা, রূপা আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) রেজওয়ান দীপু, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাসরিন জাহানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৫শ হতদরিদ্র নারী-পুরুষ ও শিশুর মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুনাক সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। তারই আওতায় প্রতি বছরের ন্যায় এবার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে শেরপুরের সীমান্তবর্তী শীতপ্রবণ পাহাড়ী এলাকাকে বেছে নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি বিত্তবান সকলকে এ ধরনের সেবায় এগিয়ে আসা প্রয়োজন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!