আড়াই বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার রায়ে হামিদুল নামে এক যুবককে ৭ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাভোগের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে শেরপুরের শিশু আদালতের অতিরিক্ত দায়রা জজ মোসলে উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল জেলার নালিতাবাড়ী উপজেলার বিশগিড়ি পাড়া গ্রামের ওমান প্রবাসি মনির হোসেনের আড়াই বছর বয়সের শিশু কন্যাকে একই গ্রামের আবুল হোসেনের পুত্র হামিদুল ইসলাম কোলে করে নিয়ে তার বাড়ির পাশের একটি ঘরে ধর্ষণে চেষ্টা চালায়। ঘটনার সময় ওই শিশুর সাথে থাকা অপর আরেক শিশু বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।
পরে শিশুটির মা বাদী হয়ে হামিদুলকে একমাত্র আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিনই হামিদুলকে গ্রেফতার করে।