মহান স্বাধিনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও দেশাত্ববোধক গানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।
২৫ মার্চ রোববার সকালে জেলা শিশু একাডেমী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শহরের খরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, বিভিন্ন বিভাগের বিচারক মন্ডলি ও অভিভাবকরা উপস্থিত ছিল। প্রতিযোগীতায় ৪ টি বিভাগের পৃথক ২ ও ৩ টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শাতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিজয়ীদেরকে সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বাধিনতা দিবসের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।