ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শেরপুর আনন্দ পাঠ স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। রোববার (৭ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর এলাকায় হুইপকন্যা ডা. শারমিন রহমান অমির নিজস্ব উদ্যোগে ৭২জন শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হয়।
শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার, স্কুলের পরিচালক সাদেকুন নাঈম, প্রধান শিক্ষিকা পূজা সুত্রধর প্রমুখ। বই বিতরণ শেষে সকল শিক্ষার্থীদের হাতে বাংলাদেশে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আজকের দিনটি উজ্জ্বল। ৭ মার্চের বাঙালি জাতির মুক্তির কান্ডারী ও রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুক্তির ভাষণ দিয়েছেন তা অনন্য নজির হয়ে থাকবে। বঙ্গবন্ধুর সেই ভাষণ বাঙালিদের প্রতি বঙ্গবন্ধুর হৃদয় নিংড়ানো ভালোবাসা আর অকৃত্রিম দেশপ্রেমের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।’