You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা শিবির

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈদ পুনর্মিলন বন্ধু পরিষদের’ উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৭ জুন মঙ্গলবার সদর উপজেলার সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক আকন্দ। এতে প্রধান অতিথি ছিলেন ভাতশালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক সংগঠনের পরিচালক মো. চাঁন মিয়া, মো. খলিলুর রহমান, সংগঠনের সভাপতি পাভেল মিয়া, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, স্থানীয় সমাজ সেবক গোলাম জাকারিয়া, মো. আজাহার আলী, সংগঠনের সদস্য হাসানুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রফিকুল ইসলাম আট শারীরিক প্রতিবন্ধীর নিকট ৮টি হুইল চেয়ার প্রদান করেন। এদের মধ্যে সাতটি শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন।
এর আগে ‘ঈদ পুনর্মিলন বন্ধু পরিষদের’ উদ্যোগে মঙ্গলবার সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিদ্যালয় মাঠে বিনা মূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ মো. মাজাহারুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ কামরুন্নাহার জেরিন, চক্ষু বিশেষজ্ঞ শাওকিন হাসান ও ফিজিওথেরাপিস্ট মো. কামাল উদ্দিন। এ ছাড়া শিবিরে বিনা মূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!