বৃহস্পতিবার সকাল থেকে শেরপুর জেলার অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। তবে ভোর ৪টার দিকে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ।
এতে ওই ট্রাকের আংশিক পুড়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানিয়েছেন।
জেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ১ প্লাটুন বিজিবিসহ পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপি’র নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে গা-ঢাকা দিয়েছে।
গত তিন দিনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।