সারাদেশের ন্যায় শেরপুরেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা ও মানববন্ধন শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন,মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু, তারা দেশে যুব সমাজকে ধ্বংস করছে।
এ বিষয়ে অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন থাকতে হবে। অভিভাবকরা সচেতন হলে সন্তানরা এসব থেকে বিরত থাকতে হবে এবং মাদক নিয়ন্ত্রনে আসবে।