শেরপুরে ভুয়া এনএসআই উপ-পরিচালক পরিচয়দানকারী এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) । সোমবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যাক্তির নাম মোঃ হাবিবুর রহমান । সে জামালপুর শহরের দেওয়ান পাড়া মহল্লার ইউনুস আলীর ছেলে । তবে সে বর্তমানে শহরের দিঘার পাড় মহল্লায় শশুড়ালয়ে থাকতো।
পুলিশ জানায় , শেরপুর জেলা শহরের চকবাজারের এলাকার শাহ্জাহান মার্কেটের একটি ইলেক্ট্রনিক্স দোকানে ওই ভুয়া এনএসআই উপ-পরিচালক পরিচয়দানকারী মোঃ হাবিবুর রহমানের সাথে চার খেলোয়াড় যুবক যথাক্রমে, শেরপুর সদর উপজেলার চরসাপমারী গ্রামের আঃ মোতালেব এর ছেলে সুরুজ্জামান (১৮), শেরপুর পৌর এলাকার খরমপুর মহল্লার নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২০) একই এলাকার শাহীনের ছেলে কাউছার (২৩) ও জামালপুর শহরের দেওয়ানপাড়ার মৃত বাবুলের ছেলে ছানোয়ার রহমান (৩৫) এর সাথে পরিচয় হয়।
এসময় ওই ভুয়া উপ-পরিচালক হাবিবুর রহমান ওই চার যুবককে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সহকারী পরিচালক পদে চাকুরী দেয়ার প্রলোভন দেখায় এবং সেই সূত্র ধরেই ওই চার যুবকদের কাছ থেকে মানি রশিদের মাধ্যমে ৩০ হাজার ৫ টাকা করে গত ২৭/১০/১৮ইং তারিখ থেকে পর্যায়ক্রমে ১লাখ ২০ হাজার বিশ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেন।
এদিকে ওই ভুয়া এনএসআই উপ-পরিচালক হাবিবুর রহমানের এমন কর্মকান্ড শেরপুরের এনএসআই কর্তৃপক্ষের কাছে সংবাদ আসলে তাকে আটকের জন্য ফাঁদ পাতে। তারা । পরে কৌশল অবলম্বন করে সোমবার রাতে আটক করে ওই ভূয়া এনএসআইয়ের উপপরিচালক পরিচয়দানকারী ওই ব্যক্তিকে । উদ্ধার করা হয় প্রতারিত চার যুবকের দেয়া ৩০ হাজার ৫ টাকার ৪টি মানি রশিদ ও প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল সেট ও ৫ হাজার টাকা ।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় প্রতারিত যুবকেরা বাদী হয়ে ১১ ডিসেম্বর প্রতারক ওই ভুয়া উপ-পরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম ওই ভুয়া ব্যাক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।