শেরপুরে ভাষা সৈনিক প্রিন্সিপাল সৈয়দ আব্দুল হান্নান এন্ড সালেহা বেগম মেমোরিয়াল হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে শহরের মধ্যশেরী মহল্লায় এ হাসপাতাল উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান আতিক।
শেরপুরের বিশিষ্ট ভাষা সৈনিক ও শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত সৈয়দ আব্দুল হান্নানের ছেলে-মেয়েদের উদ্দোগে তাদের নিজস্ব জমিতে এ হাসপাতালের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পিপি চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, বিএমএর সভাপতি ডা. এমএ বারেক তোতা, সৈয়দ আব্দুস সবুর তাপস, ডা. সৈয়দ আব্দুল আদিল রুপসসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রেসক্লাব কর্মকর্তারা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।