আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। নির্বাচনকে সামনে রেখে সরগরম এখন শেরপুরের ৩ টি আসনের নির্বাচনী এলাকা। ইতোমধ্যেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। কেন্দ্রে লবিং এর পাশাপাশি তৃণমূলের নেতা কর্মীদের মন জোগাতে তোড়জোড় শুরু করেছেন প্রার্থীরা।
প্রচারণায় পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পথসভা, মিটিং মিছিলের লাইভ ভিডিও, ছবি ও পোষ্টে সরগরম এখন শেরপুরের মনোনয়ন প্রত্যাশীরা।
নির্বাচনের বছরে ফেসবুক জুড়ে আছে পোস্টার, ব্যানার, স্লোগান আর নানা প্রতিশ্রুতির ফুলঝুড়ি। তফসিল ঘোষণার আগে থেকেই ফেসবুকে সরগরম মনোনয়ন প্রত্যাশীদের আনাগোনা। সশরীরে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার পাশাপাশি ফেসবুকে লাইভ ও পোষ্টের মাধ্যমে চলছে প্রচারকাজ।
সম্প্রতি মনোনয়ন প্রত্যাশীদের নামে খোলা হয়েছে বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইল ও ফ্যান পেজ। এগুলো দিয়ে চালানো হচ্ছে প্রচারণা। যেখানে শোভা পাচ্ছে তাদের প্রচারণা চালানোর সময়ে তোলা স্থির চিত্র, ভিডিও, প্রতিশ্রুতি আর পরিকল্পনার মিশেলে তৈরি বিভিন্ন ধরনের ভিডিও ও ব্যানার ফেস্টুন প্রভৃতি।
শেরপুর টাইমসের পরিসংখ্যানে দেখা গেছে, বেশিরভাগ প্রার্থীই তাদের নিজস্ব তত্ত্বাবধানে ফেসবুকে সক্রিয়। প্রতিদিন ছবি আর কথামালা সাজিয়ে দেওয়া হচ্ছে ফেসবুকে। কেউ কেউ এজন্য বাছাই করে কয়েকজন তরুণকে দায়িত্ব দিয়েছেন। যাদের কাজ হচ্ছে চব্বিশঘণ্টা প্রচারণা অব্যাহত রাখা।
এসব প্রচারণায় প্রার্থীরা অতীতের রাজনৈতিক ময়দানে নিজের সক্রিয়তার নানা বর্ণনাও তুলে ধরছেন। বড় বড় রাজনীতিবিদদের সঙ্গে তোলা ছবিগুলো আপলোড করছেন। বাড়াচ্ছেন ফ্রেন্ড লিস্ট। পেজে লাইক বাড়াতে তা ছড়িয়ে দিচ্ছেন।
ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র কেনার জন্য শেরপুরের মনোনয়ন প্রত্যাশীরা এখন ঢাকায় ব্যস্ত সময় পার করছেন।
আরো পড়ুন : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ।। শেরপুরের মনোনয়ন প্রত্যাশীরা এখন ঢাকায়
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর টাইমসের বিশেষ আয়োজন : “শেরপুর টু পার্লামেন্ট”