শেরপুরে ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ছয়জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই মাসে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হলো মোট ১১৪। আর সুস্থ হয়েছেন ৫৮ জন। নতুন আক্রান্ত লোকজনের মধ্যে শেরপুর সদরের দুজন এবং নালিতাবাড়ী উপজেলার চারজন রয়েছেন।
জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্ত হওয়া ছয়জনের মধ্যে উত্তরা ব্যাংক লিমিটেড, শেরপুর শাখার একজন প্রিন্সিপাল অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের এক স্বাস্থ্য সহকারী এবং নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন জ্যেষ্ঠ স্টাফ নার্স রয়েছেন। এ ছাড়া অন্যরা স্থানীয় বাসিন্দা। আক্রান্ত সবাই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে ওই ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মোবারক হোসেন এবং নালিতাবাড়ীর ইউএইচএফপিও রেহমা সারওয়ার সালাম গতকাল রাতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনারভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর দুই মাসে কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১১৪। এর মধ্যে গত তিন দিনে ৩০ জন সংক্রমিত হয়েছেন।
সিভিল সার্জন বলেন, ঈদুল ফিতরের পর জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এ জেলায় আসায় সামাজিক সংস্পর্শের কারণে সংক্রমণের সংখ্যা বেড়েছে। তিনি স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান।