You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল

শেরপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছেন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা।

আজ দুপুরে শেরপুর নিউমার্কেট মোড়ে বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন সমিতির সদস্যরা।
বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির এই মানববন্ধনে জেলাসদরসহ ৫টি উপজেলার শিক্ষক কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী, শিক্ষক চান মিয়া, শাহিনূর হাবিব, কাজল মিয়া প্রমুখ।
বক্তরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, ঈদের আগেই ঈদ বোনাস প্রদান এবং বাদপড়া বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্ত করণের দাবী জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!