‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মুলভিত্তি’-এ শ্লোগানে শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য ফ্রি-ল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরী এবং তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট বিষয়ে সমৃদ্ধ করতে কম্পিউটার হার্ডওয়ার ও ট্রাবলশ্যুটিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে। ২২ এপ্রিল শনিবার বিকেলে এক মাসব্যাপী বেকার যুবক-যুবতীদের ফ্রি-ল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণার্থী এবং শিক্ষকদের তিন দিনব্যাপী কম্পিউটার হার্ডওয়ার ও ট্রাবলশ্যুটিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরন করা হয়েছে।
ভাতশালা যুব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সন্ত্রাস-জঙ্গিবাদের পথ থেকে যুবসমাজকে এ প্রশিক্ষণ দূরে থাকবে।
তাছাড়া তথ্যপ্রযুক্তি সম্প্রসারণ ও ডিজিটাল বাংলাদেশ গঠনে এ ধরনের প্রশিক্ষণ সহায়ক ভুমিকা রাখবে। শিক্ষকরা ডিজিটাল কনটেস্ট তৈরী করতে পারবে, মাল্টিমিডিয়া মিডিয়া ক্লাশ নেওয়া সহজ হবে এবং শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হবে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর-রশীদ জানান, প্রশিক্ষণে বেকার যুবক-যুবতীদের অনলাইনে ফ্রি-ল্যান্সিংয়ের মাধ্যমে আয়, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েবপেজ ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এর ফলে ঘরে বসে তারা উপার্জন করতে পারবেন। যার ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ম দূর করা সম্ভব হবে। ফ্রি-ল্যান্সিং/আউটসোর্সিংয়ে মহিলা সহ ২০ জন এবং কম্পিউটার হার্ডওয়ার ও ট্রাবলশ্যুটিং প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।