You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

“রেডক্রস ও রেডক্রিসেন্ট সর্বত্র সবার জন্য ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস এবং প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৮৯তম জন্মবার্ষীকি পালিত হয়েছে।

সকাল সাড়ে দশটায় শহরের মাধবপুরস্থ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের কার্যালয়ে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালির উদ্ভোধন করেন রেডক্রিসেন্ট জেলা ইউনিটের ও জেলাপরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও রেডক্রস, রেডক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালিটি কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বর্পূূন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও পুলিশ সুপার মো: রফিকুল হাসান গনি । এছাড়াও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান খন্দকার নজরুল ইসলাম, সেক্রেটারী ফখরুল মজিদ খোকন, জেলা যুবলীগ সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!