‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ বুধবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ক সানাউল মোর্শেদ, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য, জেলা এলপি গ্যাস ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার, সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ প্রমুখ।
ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।