‘বিশ্ব কুষ্ঠ দিবস’ উপলক্ষে শেরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শেরপুর সদর হাসপাতাল থেকে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে শেরপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শেরপুরের সিভিল সার্জন আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. সেলিম মিয়া, ডা. নিলাদ্রি হোড়, ডা. নাহিদ কামাল, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম বাবুল, ফিল্ড কোঅর্ডিনেটর আমিনুল ইসলাম।
দিবসটি পালনে যৌথ আয়োজনে ছিল শেরপুর সিভিল সার্জন কার্যালয় ও ডেমিয়েন ফাউন্ডেশন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।