You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত

বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে এ উপলক্ষে নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুরের আয়োজনে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা হাজং জাতিগোষ্ঠির সভাপতি সুকুমার হাজং, বর্মন জাতিগোষ্ঠির সভাপতি শিক্ষক মনিন্দ্র চন্দ বর্মন, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, বাগাছাস সম্পাদক অনিক চিরান, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, নারী নেত্রী আঞ্জুমান আরা যুথী, মানবাধিকার নেতা শামীম আহমেদ, মিঠুন কোচ, লক্ষ্মণ বর্মন প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন সামাজিক ও আদিবাসী সংগঠনের সমন্বয়ে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবী, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!