শেরপুরের কুসুমহাটিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অজ্ঞাত একব্যক্তি নিহত এবং আহত হয় কমপক্ষে ১০ জন। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ২৭ এপ্রিল শনিবার বিকেলে নাদিরা এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাস জামালপুর থেকে শেরপুর আসার পথে কুসুমহাটি বাজারের কাছে এলে চালক একটি ছাগলকে বাঁচাতে গিয়ে বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১০জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করে। বাসটির চালক ও হেলপার পলাতক আছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।