শেরপুরে বাস ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাক মিয়া (১৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার শিমুলতলি তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক সদর উপজেলার তেঁতুলতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মোস্তাক মিয়া রিকশাভ্যানটি নিয়ে শেরপুর আসার পথে ঢাকাগামী সোনার বাংলা সার্ভিসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মোস্তাক ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও পলাতক রয়েছেন চালক। শেরপুর সদর থানার এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।