শেরপুরে বাসের ধাক্কায় অবকাশ পর্যটন স্পটগামী পিকআপ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত আরো পাচঁজন । আজ সকাল সাড়ে দশটার দিকে ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগর মাটিয়াকুড়া নামক স্থানে এ র্দূঘটনা ঘটে।
নিহতরা হলো শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের শামছুল হকের ছেলে সাইফুল(১২) ও তারই চাচাত ভাই শহীদ চৌকিদারের ছেলে আবু হামজা (১৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার শ্রীবরদী উপজেলা থেকে স্থানীয় কয়েক জন পিক আপ ভ্যানে করে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে যাচ্ছিল। এসময় ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ মাটিয়াকুড়া নামক স্থানে পৌছলে পেছন থেকে অপর একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় ওই পিকআপ ভ্যানের কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে দুই জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইগাতী থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে তবে চালক পলাতক রয়েছে।