You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে বার্ষিক শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে ‘আমরাই পারি’ শ্লোগানে শেরপুরে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৪ আগস্ট সোমবার দিনব্যাপী এ শিশু সমাবেশ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।

এ সময় আঞ্চলিক শিশু ফোরাম সভাপতি ক্ষুদে শিক্ষার্থী তনুশ্রী সরকারের সভাপতিত্বে ওয়ার্ল্ডভিশনের সিনিয়র এডিপি ম্যানেজার সজল বৈদ্য, কমিউনিকেশন স্পেশালিস্ট জেভিয়ার স্ক্রু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে জেলায় শিশু অধিকার রক্ষায় জেলা প্রশাসকের নিকট বিভিন্ন ধরনের প্রশ্ন করেন শিশু ফোরাম সদস্যরা। এসময় জেলা প্রশাসক তাদের প্রশ্নের উত্তর দেন এবং পড়ালেখার পাশাপাশি নেতৃত্ব গঠন, মাদক ও বাল্যবিয়ে নিরোধে শিশু ফোরাম সদস্যদের কাজ করার আহ্বান জানান। এক্ষেত্রে প্রশাসনের সকল সহযোগিতা থাকবে বলে আশ^াস দেন। পরে জেলা প্রশাসক সহ অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সমাবেশে একবছরে আট বাল্যবিয়ে ঠেকিয়ে দেশব্যাপী আলোচনায় আসা ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘ঘাসফুল’ শিশু ফোরামের সদস্যরা তাদের বিভিন্ন কার্যমের অভিজ্ঞতা বিনিময় করে। সমাবেশে শেরপুর জেলার ৭৬টি শিশু ফোরামের ১৭০ জন শিশু অংশগ্রহন করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!