শেরপুর জেলা সদরের সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি শনিবার দুপুরে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি ভিক্টোরিয়া একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিএনসিসি ও রোভার স্কাউট দল কুচকাওয়াজ প্রদর্শন করে।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ভিক্টোরিয়া একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম ও জায়েদা খাতুন, বর্তমান শিক্ষকমন্ডলী, স্থানীয় অন্যান্য অবসরপ্রাপ্ত শিক্ষকসহ শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ও সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু।