শেরপুরে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩০ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিতে এতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সকলকে অবগত করে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃস্টফার হিমেল রিছিল, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনূস, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।