“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যল এইডের সুফল পাচ্ছে সাড়া বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে আদালত চত্বর থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) , শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিউর রহমান মিতুল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ অংশগ্রহন করেন ।
এছাড়াও জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ সহ আইনজীবীরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট সহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে র্যালী শেষে জেলা আইনজীবি সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিচারক, পুলিশ, আইনজীবী, সুবিধাভোগীরা বক্তব্য রাখেন।