শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন ও চরপক্ষীমারী ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ১০ নং চরপক্ষীমারী ইউনিয়ন ছাত্রলীগ। শনিবার শেরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ছায়েদুল ইসলাম শাওনের নেতৃত্বে বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে মুড়ি, চিড়া, গুড়, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, দেয়াশলাই ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় শেরপুর সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ছায়েদুল ইসলাম শাওন বলেন, “যে কোনও দুর্যোগে ছাত্রলীগ বরাবরই মানুষের পাশে থেকেছে। দুর্যোগ মোকাবেলায় সরকার যা যা করণীয় সবই করছে। আমরা এ দুর্যোগ শিগগিরই কাটিয়ে উঠব ইনশাআল্লাহ ।”
ত্রাণ বিতরণকালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাইউল মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাসেল, চরমোচারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, আবু রায়হান, ভাতশালা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, পলিটেকনিক ছাত্রলীগ নেতা রুমান মিয়া, চরশেরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।