প্রেসরিলিজ :
শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় চলমান বন্যার প্রেক্ষিতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন এবং নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন এলাকায় এই ত্রাণ সহায়তা কার্যক্রম চালানো হয়।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মনিরুজ্জামান মনির , যুব অধিকার পরিষদের আরিফ সাফফারী, ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম , ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি দুর্জয় হাসান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ অন্যান নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
চলমান বন্যার কারণে ঘরবাড়ি, কৃষি জমি এবং অন্যান্য সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের মানুষজনের সাময়িক হলেও কিছুটা দূর্ভোগ লাঘব হওয়ায় এইটুকু ত্রাণ সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন এবং উদ্যোগের প্রসংশা করেছেন।